বেতন সংক্রান্ত তথ্য

  • মাসিক বেতন
    • বিজ্ঞান বিভাগঃ ১,৬০০ টাকা
    • মানবিক বিভাগঃ ১,৫০০ টাকা
    • ব্যবসায় শিক্ষা বিভাগঃ ১,৫০০ টাকা
  • মাসিক বেতন পরিশোধের তারিখ
    • বিজ্ঞান বিভাগঃ ৫, ১০, ১৫
    • মানবিক বিভাগঃ ৭, ১২, ১৭
    • ব্যবসায় শিক্ষা বিভাগঃ ৮, ১৮, ২০

নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে পরবর্তী মাসে বিলম্বের জন্য মাসিক ১০ টাকা হারে জরিমানা দিতে হবে। পর পর ৩ মাসের বেতন বাকী পড়লে ছাত্রীর নাম কলেজ রেজিস্ট্রার থেকে কাটা যাবে। সময়মত বেতন পরিশোধ না করায় যে সব ছাত্রীর নাম কাটা যাবে তাদের পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে পুনঃভর্তির সুবিধা রয়েছে। কলেজ অধ্যক্ষ মহোদয়ের অনুমতি সাপেক্ষে ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা জরিমানা দিয়ে ছাত্রীরা পুনঃভর্তি হতে পারবে। উলেখ্য যে, এ ক্ষেত্রে জরিমানার টাকা মওকুফের আবেদন বিবেচনা করা হবে না।