আগামী জুলাই ২৮, ২০২৫ তারিখে এসএসসি ও দাখিল-২০২৫ কৃতী ছাত্রীদের জন্য সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ।

অনুষ্ঠানে অংশ নিতে ছাত্রীদের গুগল ফর্মের মাধ্যমে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য লিম্নোক্ত লিংকটি ব্যবহার করতে হবে-

সরাসরি কলেজে এসেও অফিস চলাকালে ফর্ম পূরণের সুযোগ রয়েছে। এজন্য ছাত্রীদের আসতে হবে রেডিও কলোনি বাসট্যান্ড থেকে পায়ে হেটে আসার দুরত্বে জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি গেইট সংলগ্ন কলেজটির একমাত্র ক্যাম্পাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শামীমা নাসরিন জলি এবং সভাপতিত্ব করবেন কলেজের প্রিন্সিপাল জনাব সোহেল রানা। অনুষ্ঠানটি ২৮ জুলাই সকাল ১০টা থেকে কলেজ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ২০৫ নং হলরুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ছাত্রীদের জন্য বিশেষ পুরস্কার বিতরণ, গিফট হ্যাম্পার, মেধাবীদের জন্য ভর্তিতে বিশেষ ডিসকাউন্ট ও খাবারের ব্যবস্থা থাকবে।

উক্ত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ ছাত্রীদের অভিভাবক ও সহপাঠীসহ সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

এসএসসি ও দাখিল-২০২৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: আয়োজনে জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ