
গত ২৮ জুলাই, ২০২৫ জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ, কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাভার উপজেলার অন্তত ২০টি স্কুল ও মাদ্রাসা থেকে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য ও এ+ প্রাপ্ত একঝাঁক মেধাবী ছাত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শামীমা নাসরিন জলি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর সোসাইটি কলেজের গভর্নিং বডির সদস্য জনাব মো: তৌহিদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব সোহেল রানা।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রীদের সম্মাননা স্মারক হিসেবে ৭০০০ টাকার প্রাইজমানি ও উপহারসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও, এ গ্রেড ও অন্যান্য গ্রেড প্রাপ্তদেরও যথাক্রমে ৫০০০ ও ৪০০০ টাকার প্রাইজমানি ও উপহারসামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয় জাহাঙ্গীরনগর সোসাইটি কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পরবর্তীতে অধ্যক্ষ সোহেল রানার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সভাপতির স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ জনাব সোহেল রানা বলেন, “ছাত্রীদের এ সাফল্যই ভবিষ্যৎ নেতৃত্ব ও গঠনমূলক সমাজ বিনির্মাণে সহায়ক হবে।” পরবর্তীতে নারী শিক্ষার গুরুত্ব ও নারীদের জন্য পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব বিষয়ক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব রিফাত সাঈদ ও কো-অর্ডিনেটর জনাব হালিমা আক্তার (প্রভাষক, হিসাববিজ্ঞান)। বক্তব্যে সাভারে একমাত্র বেসরকারী ও অনন্য এই গার্লস কলেজটির গুরুত্ব ও ইতিবাচক বিভিন্ন দিকসমূহ উপস্থাপিত হয়। এছারাও প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ছাড় সহ সুযোগ-সুবিধাসমূহ উপস্থাপিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জনাব মোহাম্মদ আলী, প্রভাষক, ভূগোল।


শেষে কৃতী ছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক পরিবেশনা ও দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।